বিশ্বজমিন
আবারও গাজার প্রতি সমর্থন জানালেন গ্রেটা
মানবজমিন ডেস্ক
(১০ মাস আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৪ অপরাহ্ন
ফিলিস্তিনিদের প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছেন সুইডেনের জলবায়ু এক্টিভিস্ট গ্রেটা থানবার্গ। হামাস-ইসরাইল যুদ্ধে তার অবস্থান নিয়ে এর আগেও পশ্চিমাদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তারমধ্যেই তিনি আবারও স্রোতের বিপরীতে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষ নিলেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।
গ্রেটা বলেন, আমাদের আন্দোলন সবসসময়ই রাজনৈতিক ছিল, কারণ আমাদের এই আন্দোলন ছিল সবসময়ই ন্যায় বিচারের পক্ষে। জলবায়ু নিয়ে আমাদের এই আন্দোলন এসেছেই মানুষ ও মানবাধিকারের প্রতি আমাদের শ্রদ্ধা থেকে। এর অর্থ হচ্ছে, যখন কোথাও মানুষ আক্রান্ত হয়, নিজের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় কিংবা খুন হয় তখন আমাদেরকে কথা বলতে হবে। তাই ফিলিস্তিনের প্রতি আমাদের সংহতিও আলাদা কিছু নয়। আমরা চাই না, ফিলিস্তিনিদের এই ভয়ানক যন্ত্রণা মানুষের আলোচনার বাইরে চলে যাক।
এর আগেও ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছিলেন গ্রেটা। ‘স্টান্ড উইথ গাজা’ লেখা একটি পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। তার সঙ্গে থাকা অন্য এক্টিভিস্টরাও গাজার স্বাধীনতার নানা প্রতীক নিয়ে ক্যামেরায় পোজ দিয়েছিলেন।