বিনোদন
অন্য এক কারিনা
বিনোদন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
মুম্বইয়ে তাইকোয়ান্দো প্রতিযোগিতায় ছেলেমেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। প্রতিযোগিতায় ছেলে তৈমুর আলিকে সমর্থন দেয়ার জন্য দর্শকাসনে ছিলেন অভিনেত্রী। সেখানে গলা ফাটিয়ে চিৎকার করছিলেন বার বার। এমন রূপে এর আগে কারিনাকে কখনো দেখা যায়নি। অন্য এ কারিনাকে দেখে তাই অবাক হন উপস্থিত সবাই। জানা যায়, টুর্নামেন্টে সোনা জিতেছেন তৈমুর।