বিনোদন
অবাক করার মতো হলেও সত্যি
বিনোদন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
প্রত্যেক মানুষেরই কিছু না কিছু শখ থাকে। কিন্তু টেডি বেয়ার সংগ্রহও যে কারও শখ হতে পারে তা খুব একটা শোনা যায় না। তাও সে যদি হয় বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল, তবে বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি! সমপ্রতি ‘কফি উইথ করণ’-এ ভাই ববি দেওলের সঙ্গে এসেছিলেন সানি। সেখানেই এই শখের কথা প্রকাশ করেন তিনি।