বিনোদন
সিনেমার পোস্টারের নেপথ্যের কারিগর
স্টাফ রিপোর্টার
৪ ডিসেম্বর ২০২৩, সোমবারসিনেমাকে দর্শকদের কাছে প্রাথমিকভাবে তুলে করতে প্রথম ভূমিকা রাখে পোস্টার। একটি পোস্টার পুরো সিনেমাকে প্রেজেন্ট করে। বর্তমানে যারা সৃষ্টিশীলতার সঙ্গে পোস্টার তৈরির কাজ করছেন তাদের অন্যতম অর্নীল হাসান রাব্বি। নান্দনিক পোস্টার তৈরির মাধ্যমে সিনেমার পোস্টারে পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন এই তরুণ। ইতিমধ্যে সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি, বাবা সামওয়ান ফলোয়িং মি, দিন দ্যা ডে, শনিবার বিকেল, যন্ত্রণা, শত্রু, নবাব’, বস টু, ধ্যাততিরিকি, ইয়েতি অভিযান, ডেঞ্জার জোন, ইন্সপেক্টর নটি কে, দহন, প্রেম আমার ২, বেপরোয়া, নূরজাহান, নাকাব, পাষাণ, বসন্ত বিকেল’সহ ৫০টির অধিক সিনেমার পোস্টার ডিজাইন করেছেন অর্নীল। এসব পোস্টার দেশ-বিদেশে হয়েছে প্রশংসিত। অর্নীল বলেন, যে স্বপ্নটা আমি দেখেছিলাম ৮ বছর আগে থেকে এখন মনে হচ্ছে সেটা অনেকটাই পূরণ হয়েছে। ছোটবেলায় রাস্তায় নিম্নমানের সিনেমার পোস্টার দেখে ভাবতাম বিদেশি পোস্টার এত ভালো ও রুচিসম্মত হলে বাংলাদেশেরটা কেন হবে না! এই স্বপ্ন বুকে ধারণ করে কাজ শুরু করি। এখন পোস্টারের ক্ষেত্রে একটি পরিবর্তন এসেছে। যেসব প্রোডিউসার, ডিরেক্টর আমার ওপর আস্থা রেখেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়াকে আমাকে এমন একটা প্ল্যাটফরম তৈরি করে দেয়ার জন্য। দেশের পাশাপাশি আমার এখন মিশন হলিউড। অর্নীল বর্তমানে লেজার ট্রিট এর মিডিয়া ম্যানেজার হিসেবে কর্মরত। তার ইচ্ছা খুব শিগগিরই নিজের এজেন্সি তৈরি করে টিম মেম্বারদের নিয়ে কাজ করার যার নাম হবে ‘অর্নীল ক্রিয়েশনস্’।