বিনোদন
ধারাবাহিকেই ব্যস্ত
স্টাফ রিপোর্টার
৪ ডিসেম্বর ২০২৩, সোমবারসোহেল তৌফিক। এ সময়ের তরুণ অভিনয়শিল্পী। এখন ব্যস্ত সময় পার করছেন নাটকে। দীপ্ত টিভিতে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’-এ নিয়মিত অভিনয় করছেন। এতে গোলাম ফরিদা ছন্দা’র ছেলের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন। এদিকে খুব অল্প সময়ে বেশ কয়েকটি নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় তিনি। ওটিটি প্ল্যাটফরমের ‘কারাগার’ সিরিজে কয়েদির চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছাড়া গেল ঈদে গ্রামীণফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি’ বিজ্ঞাপনের মডেল ছিলেন। গেল শুক্রবার তার অভিনীত মাছরাঙা টেলিভিশনে রওনক রিপন পরিচালিত একক নাটক ‘রঙের অনেক রঙ’ প্রচার হয়। নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি সিনেমাতেও কাজ শুরু করেছেন সোহেল। সম্প্রতি শুটিং শেষ করেছেন জোবায়দুর রহমানের স্বাধীনধর্মী সিনেমা ‘উড়াল’ এর। ছবিটি আগামী বছর মুক্তি পাবে। এ ছাড়াও ঠোকন ঠাকুরের সরকারি অনুদানের চলচ্চিত্র ‘কাঁটা’তে একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। এ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। সোহেল তৌফিক বলেন, সবমাধ্যমেই কাজ করে যেতে চাই। আমার কাছে কাজই মুখ্য। খুব অল্প সময়ের ক্যারিয়ার আমার। তবে, এখন ব্যস্ত সময় পার করছি ধারাবাহিকে।