বিনোদন
মানবিক ডাক্তার
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২২, বুধবার
এক মানবিক ডাক্তার চরিত্রে অভিনয় করলেন ছোট পর্দার তারকা অভিনেতা অপূর্ব। মাসরিকুল আলমের গল্পে এস আর মজুমদারের নির্মিত এ নাটকের নাম ‘নায়ক’। এতে অপূর্বর বিপরীতে আছেন সাবিলা নূর। আরও আছেন সমু চৌধুরী, শাহবাজ সানিসহ অনেকে। আসন্ন ঈদুল আজহায় চ্যানেল আই এর পর্দায় নাটকটি প্রচার হবে। এরপর পাওয়া যাবে ইউটিউবেও।