বিনোদন
কনসার্ট বাতিল বিপাকে শিল্পী মিউজিশিয়ানরা
ফয়সাল রাব্বিকীন
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ই জানুয়ারি হতে যাচ্ছে নির্বাচন। এদিকে এরইমধ্যে আবার হরতাল, অবরোধের মতো কর্মসূচিও চলছে। সব মিলিয়ের রাজনৈতিক পরিস্থিতি এখন অস্থির। আর তার প্রভাব পড়ছে দেশের প্রতিটি সেক্টরেই। বাদ যায়নি শোবিজ অঙ্গনও। রাজনৈতিক অস্থিরকার কারণে সিনেমা মুক্তি পেছাচ্ছে, শুটিং বাতিল হচ্ছে। আর সব থেকে বড় প্রভাব পড়েছে কনসার্টে। এরইমধ্যে শুরু হয়েছে কনসার্টের মৌসুম। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে কনসার্ট আয়োজন হয় সব থেকে বেশি। কিন্তু মৌসুমের শুরুতেই শিল্পীদের খেতে হচ্ছে বড় ধরনের ধাক্কা। কারণ অবরোধ-হরতালের কারণে ঢাকার বাইরে কনসার্ট আয়োজন কমে এসেছে উল্লেখযোগ্যহারে। শুধু তাই নয়, ইনডোরের বাইরে এখন আয়োজকরা গানের অনুষ্ঠান কিংবা কনসার্ট আয়োজনের রিস্কও নিতে চাচ্ছেন না। যার ফলে বিপাকে পড়েছেন শিল্পী-মিউজিশিয়ানরা। এরইমধ্যে অবরোধের কারণে নভেম্বরের অনেক কনসার্ট বাতিল হয়েছে ঢাকা ও এর বাইরের জেলাগুলোতে। এ বিষয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা বলেন, এ সময় আসলে অনেক কনসার্ট আয়োজন হওয়ার কথা। কিন্তু সেটা হচ্ছে না। কারণ বিশেষ করে এই সময়ে শিল্পী-মিউজিশিয়ানদের ঢাকার বাইরে যাওয়া এবং সেখানে কনসার্টের মতো বড় আয়োজন করা রিস্ক মনে করা হচ্ছে। এ কারণে অনেক কনসার্ট বাতিল হয়েছে। সামনে কী হবে বলা যাচ্ছে না। তবে জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতির এ প্রভাব কনসার্টে থাকবে বলেই মনে হচ্ছে। সালমা বলেন, এতে অন্য সেক্টরের মতো শিল্পী-মিউজিশিয়ানরা ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এদিকে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ বলেন, অক্টোবর পর্যন্ত বেশকিছু কনসার্ট করেছি। তবে নভেম্বর থেকে ঢাকার বাইরের কনসার্টগুলো খুব কম আয়োজন হচ্ছে। বিশেষ করে আউটডোরে এ সময়ে কনসার্ট আয়োজন হচ্ছে না বললেই চলে। অথচ এটাই কনসার্টের মৌসুম। তবে আশা করবো দ্রুতই এ অবস্থা কেটে যাবে। এদিকে চলতি প্রজন্মের ব্যস্ত মিউজিশিয়ান সজল কুমার সাহা (মিঠু) বলেন, শিল্পী-মিউজিশিয়ানদের জন্য এটা একটা বাজেরকম অবস্থা। কারণ এ মৌসুমেই সব থেকে বেশি কনসার্ট হয়। আমরাও প্রতিদিনই প্রায় ব্যস্ত থাকি শো নিয়ে। কিন্তু এবার অবস্থা ভিন্ন। রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পুরোপুরিই পড়েছে কনসার্টে। এ অবস্থা যত দ্রুত কাটবে- ততই আমাদের সবার জন্য ভালো।