বিনোদন
৮ বছর পর ইমরান-ঝিলিক
স্টাফ রিপোর্টার
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
ইমরান মাহমুদুল ও ঝিলিক দুজনই চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে আসা শিল্পী। দুজনই তাদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন পরবর্তীতে। ব্যক্তিগত জীবনে তারা খুব ভালো বন্ধুও। এরইমধ্যে ইমরান গেয়ে যেমন দেশের অন্যতম জনপ্রিয় গায়কে পরিণত হয়েছেন, তেমনি তার সংগীত পরিচালনায়ও অনেক শিল্পীর গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরইমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এ তরুণ। অন্যদিকে ঝিলিক তরুণ প্রজন্মের অন্যতম ভার্সেটাইল শিল্পী হিসেবে নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন। ইমরান ও ঝিলিক একসঙ্গে ৮ বছর আগে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। ‘বেসামাল’- শিরোনামের গানটি বেশ শ্রোতাপ্রিয়তাও পায় তখন। সেই মিউজিক ভিডিওতেও তাদের একসঙ্গে দেখা গেছে। এবার ৮ বছর পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ দুই গানের তারকা। গানটির শিরোনাম ‘জেনে যাও তুমি’। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটির চিত্রায়ণেও অংশ নিয়েছেন ইমরান-ঝিলিক। আর সেটি পরিচালনা করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিক থেকে ডিসেম্বরের ৫ তারিখ প্রকাশ হতে যাচ্ছে গানটি। ইমরান মাহমুদুল বলেন, ঝিলিকের সঙ্গে ৮ বছর পর গান আসছে। এটা ভালোলাগার ব্যাপার। একেতো ঝিলিক আমার ভালো বন্ধু, তার উপর সে আমার পছন্দের একজন শিল্পীও। গানটি বেশ রোমান্টিক। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। ঝিলিক বলেন, ইমরানের সঙ্গে গান অনেক দিন ধরেই হবে হবে করে আর হচ্ছিল না। অবশেষে রঙ্গন মিউজিকের ব্যানারে ৮ বছর পর আমাদের দুই বন্ধুর গান আসছে। গানটির চিত্রায়ণও করা হয়েছে কথার সঙ্গে মিল রেখে। আমার মনে হয় ভালো লাগবে সবার।