বিশ্বজমিন
খাদ্য, গ্যাস, জ্বালানি, ওষুধ সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কায় বিক্ষোভ
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ৩:৫২ অপরাহ্ন

শ্রীলঙ্কায় গ্যাস, জ্বালানি, ওষুধ এবং খাদ্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ সব স্কুল বন্ধ করে দিয়েছে। সরকারি অফিসগুলোতে নামমাত্র জনবল উপস্থিত থাকার কথা বলেছে। এসব করে সেখানে জ্বালানি সাশ্রয় করতে চাইছে সরকার। একই সঙ্গে সোমবার থেকে দু’সপ্তাহের জন্য আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বেইলআউট বা সংকট উদ্ধারে আলোচনা শুরু করেছেন সরকারি প্রতিনিধিরা। রাজধানী কলম্বোতে এই বৈঠক শুরুর দিনেই খাদ্য, জ্বালানি, গ্যাস, ওষুধ সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইন্টার ইউনিভার্সিটি স্টুডেন্টস ফেডারেশন (আইইউএসএফ)। লিপটন সার্কাস থেকে শুরু হয়ে ফোর্ট রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে স্বস্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের কাছে। গ্যালে ফেস গ্রিনে প্রতিবাদী ‘গোটাগোগামা’র অনেক নেতাকর্মীও এতে যোগ দিয়েছিলেন। ডেইলি অনলাইন মিররের সৌজনে ওই প্রতিবাদ বিক্ষোভের একটি ফটোফিচার নিচে উপস্থাপন করা হলো-








