বিশ্বজমিন
ইসরাইল-হামাস যুদ্ধবিরতি একদিন বাড়ছে
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৮ অপরাহ্ন
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত। তবে এই সময় আরও একদিন বাড়ানোর ঘোষণা দিয়েছে উভয় পক্ষই। প্রথম দফায় চারদিনের যুদ্ধবিরতি দেয়া হয়। এরপর তা দু’দিন বাড়ানো হয়। সর্বশেষ তা আরও একদিন বাড়ানোর ঘোষণা আসে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় আরও জিম্মি মুক্তি দেয়া হবে এবং চুক্তির শর্ত মানা হবে এর ওপর ভিত্তি করে এই সময় বর্ধিত করা হচ্ছে। অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, সপ্তম দিনের মতো যুদ্ধবিরতি বর্ধিত করতে একমত হয়েছে তারা। শেষ মুহূর্ত পর্যন্ত এ বিষয়টি দোদুল্যমান অবস্থায় ছিল। ফলে গাজাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির পরেই আবার হামলার হুমকি দিয়ে রেখেছেন। ওদিকে আজ বৃহস্পতিবার খুব সকালে ফিলিস্তিনি ৩০ জন নারী এবং শিশু বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। আগেরদিন বুধবার বিদেশি এবং ইসরাইলি ১৬ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এ অবস্থায় আবারও তেল আবিব পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ৭ই অক্টোবর হামাসের রকেট হামলার পর এটা তেল আবিবে তার তৃতীয় সফর। এই সফরে তিনি দখলীকৃত পশ্চিমতীর পরিদর্শনে যেতে পারেন। ইসরাইল-হামাস যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ১৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।