বিনোদন
নাছোড়বান্দা রানী
বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, বুধবারনব্বইয়ের দশকের শেষের দিকে বলিউড অভিনেত্রী হিসেবে উত্থান রানী মুখার্জির। ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেও ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সৌজন্যে দর্শক ও অনুরাগীদের মনে নিজের জায়গা তৈরি করেন রানী। শোনা যায়, ২০০০ সালের পর থেকে একাধিক ছবির প্রস্তাব পেলেও নিজের জন্য মানানসই চরিত্র না পাওয়ায় একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন এই অভিনেত্রী। সেই সময় তার ওপর চটে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তি পরিচালক ও প্রযোজক যশ চোপড়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রানী জানান, একবার জেদের বশে তার মা-বাবাকেও ঘরে আটকে রেখে দিয়েছিলেন প্রয়াত যশ চোপড়া। ‘মুঝসে দোস্তি কারোগে’ ছবির পরে প্রায় আট মাস নাকি একটিও ছবির প্রস্তাবে সায় দেননি রানী। তিনি আরও বলেন, আমার মা তো ভেবেছিলেন, আমি পাগল হয়ে গিয়েছি। সব প্রস্তাবই আমি না বলে দিচ্ছি। কাজের ক্ষেত্রে আমি নাছোড়বান্দা। ভালো কাজ না এলে করবো না। সেই সময় তার কাছে ‘সাথিয়া’ ছবিটির প্রস্তাব আসে। দক্ষিণী পরিচালক মণি রত্নমের একটি ছবির হিন্দি সংস্করণ ‘সাথিয়া’। সেই ছবির প্রস্তাবও ফেরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রানী। অভিনেত্রীর মা-বাবা যশ চোপড়ার কাছে গিয়েছিলেন রানীর সিদ্ধান্ত জানাতে। তখনই নাকি রানীকে ফোন করে যশ চোপড়া জানান, ‘সাথিয়া’ ছবির জন্য হ্যাঁ বলা না পর্যন্ত তিনি তার মা-বাবাকে নিজের ঘরেই আটকে রাখবেন।