বিনোদন
কাজলের হুমকি
বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, বুধবার
‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের এক পর্বে অতিথি হয়েছেন কাজল এবং রানী মুখার্জি। অনুষ্ঠানে করণ প্রশ্ন করেন, তার পরিচালিত এবং কাজল অভিনীত কোন কোন ছবিতে রানী বিশেষ চরিত্রে আছেন। সেই প্রশ্নের শেষপর্যন্ত উত্তর দিতেও পারেননি তিনি। তাতে বিরক্ত হয়ে কাজলের ওপর চিৎকার করেন করণ। তখন রেগে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন কাজল।