বিনোদন
সিদ্দিকের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ২০২৩, বুধবার
অনেকদিন ধরেই রাজনীতিতে সক্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন। ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনের জন্য জমা দিয়েছিলেন মনোনয়নপত্র। কিন্তু ভাগ্যে জোটেনি দলের টিকিট। তিনি বলেন, যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক। ওই জায়গা থেকে আমি নৌকার বাইরে কোনোকিছু চিন্তা করি না। স্বতন্ত্র কিংবা ডামি প্রার্থী হিসেবে আমি যাবো না। বরঞ্চ নৌকার পক্ষেই প্রচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমার।