বিনোদন
সমালোচনার জবাব
বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, সোমবারবলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যাকে ঘিরে প্রত্যাশা-চর্চা সবই চলতে থাকে। তবে বার বার নানা বিষয়ে ট্রোলডও হতে হয়েছে তাকে। এখন আর এসবে তেমন পাত্তা দেন না তিনি। শুধু সিনেমা বা ব্যক্তিজীবন নিয়ে নয়, অভিনেত্রীর বিউটি প্রোডাক্টের দাম নিয়েও চলছে তুমুল সমালোচনা। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ২০২২ সালে একটি অনুষ্ঠানে তার সৌন্দর্যের রহস্যের পেছনে লুকিয়ে থাকা বিভিন্ন পণ্য দর্শকের সামনে তুলে ধরেছিলেন। একই বছর তার স্কিনকেয়ার ব্র্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশও করে। এটি চালু হওয়ার পর থেকে তার স্কিনকেয়ার প্রোডাকটি চারিদিকে ছড়িয়ে পড়ে। একইসঙ্গে প্রতি তিন মাসে নতুন পণ্যও বাজারে আসে। তবে অনেকেই তার সৌন্দর্যে মুগ্ধ হলেও, ব্যবহৃত জিনিসগুলোর দাম নিয়ে নানা সমালোচনা করেছেন। সমালোচনার ফলে দীপিকা বেশ জুতসই জবাব দিয়েছেন। অভিনেত্রী বলেন, ক্লিনিকাল ট্রায়ালের আগে পণ্যগুলো সাধারণ মানুষের আশা পূরণ করেছে। যদি আমি আপনার কাছে ২৫০০ টাকার পণ্য বিক্রি করি, তাহলে নিশ্চিন্ত থাকুন আমিও এটি প্রতিদিন ব্যবহার করছি। অভিনেত্রী স্বীকার করেছেন যে, তিনি নিজেই প্রথমে সমস্ত পণ্য নিজের ওপর অ্যাপ্লাই করেন। দীপিকা বলেন, আমি গিনিপিগ। কারণ আমার ওপর প্রথম অ্যাপ্লাই হয় সব পণ্য।