বিনোদন
অভিনয় শিল্পীদের আরো সচেতন ও সহনশীল হওয়ার আহ্বান অভিনয় শিল্পী সংঘের
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪২ অপরাহ্ন

নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। কিছুক্ষণ আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি শিল্পীদের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার ক্ষেত্রে আরো সচেতন ও সংযত হবার আহবান জানিয়েছে। সংগঠনের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানের স্বাক্ষর সংবলিত এ বিজ্ঞপ্তিতে অভিনয়শিল্পীদের উদ্দেশে বলা হয়, দীর্ঘদিন ধরেই আমরা সবাই মিলে একটি সুন্দর ইন্ডাস্ট্রি তৈরিতে নিরলসভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি। শুধু নিজের পেশা নয়, সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য শাখা যেমন নাট্যকার, পরিচালক, প্রযোজক, কলাকুশলী সহ, টেলিভিশন, ওটিটি প্লাটফর্ম এবং বিশেষ করে সংবাদমাধ্যম ও তার বিনোদন সাংবাদিকরাও আমাদের পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকলকে সাথে নিয়েই আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে। মাঝে মাঝেই বিভিন্ন জনের সাথে আমাদের মতবিরোধ, ভুল বোঝাবুঝি এমনকি কখনো কখনো অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমাদের সকলকেই একটু সহনশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে আমরা অভিনয়শিল্পীরা, আমাদের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলার ক্ষেত্রে ভীষণ সচেতন থাকা দরকার। যাতে আমাদের ইন্ডাস্ট্রির কেউ আমাদের কথায় কষ্ট না পান। অসম্মানিত না হন।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]