বিনোদন
বন্যার্তদের পাশে তারকারা
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২২, সোমবার
সুনামগঞ্জ ও সিলেটের বন্যা এরইমধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। বিপর্যস্ত এ অবস্থায় অনেকেই সিলেট গিয়ে সরাসরি কিংবা প্রত্যক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নানাভাবে। ব্যতিক্রম নয় শোবিজও। এরইমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন অনেক তারকা। পাশাপাশি যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন তারা। এরমধ্যে দেশের শীর্ষ নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে বন্যাদুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন। একটি তহবিলও গঠন করেছেন তিনি। সবাইকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন এ নায়ক। বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবরও। তিনি বলেন, সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে থাকবো।
বিজ্ঞাপন