বিনোদন
স্টেজ নিয়ে ব্যস্ত লিজা
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২২, সোমবার
স্টেজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। দেশের বিভিন্ন স্থানে শো করছেন তিনি। শো-এর পাশাপাশি টিভি লাইভ ও রেকর্ডেড অনুষ্ঠান নিয়েও চলছে তার ব্যস্ততা। লিজা বলেন, পুরোদমে স্টেজ করেছি। তবে এখন বর্ষা আসায় কিছুটা কমেছে শো। তাই শো-এর পাশাপাশি নতুন গান ও টিভি অনুষ্ঠানগুলো করছি।