বিনোদন
সিলেটে বন্যা
ক্ষতিগ্রস্তদের কোরবানির টাকা দিচ্ছেন অনন্ত, টিকিটের টাকা ‘অমানুষ’ টিম
স্টাফ রিপোর্টাার
(৩ বছর আগে) ১৯ জুন ২০২২, রবিবার, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৬ অপরাহ্ন

সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। দেখা দিয়েছে শুকনো খাবার ও খাওয়ার পানির সংকট। এমন কঠিন সময়ে বন্যা ক্ষতিগ্রস্তদের মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল এবং সদ্য মুক্তিপ্রাপ্ত 'অমানুষ' সিনেমার প্রযোজক, পরিচালকসহ পুরো টিম। ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় অনন্ত জলিল জানিয়েছেন, এবার দশ-বারোটা গরু কোরবানি না দিয়ে সেই টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, সিলেটে বন্যার যে ভয়াবহতা- এবার আমি সিদ্ধান্ত নিয়েছি এই আট-দশটা- বারোটা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র একটা বা দুটো গরু কোরবানি দিব। আর কোরবানির যত টাকা আছে বন্যার্তদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, শুধু কোরবানির টাকাই নয়, বিজনেসের টাকা, আমি যে মুভি রিলিজ দিচ্ছি- ইনশাআল্লাহ মুভি থেকেও তো টাকা আসবে; সব কিছু দিয়েই সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ। এদিকে মুক্তির এক দিন পরই পরিচালক অনন্য মামুন ভেরিফায়েড ফেসবুক পেজে ‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিটের সব টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের দান করে দেয়ার ঘোষণা দেন। ‘অমানুষ’ সিনেমার পোস্টার সংবলিত একটা কার্ড পোস্ট করেছেন পরিচালক। সেখানে লেখা হয়েছে, 'অমানুষ' সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রয়ের সব টাকা দান করা হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। ক্যাপশনে তিনি লেখেন, চলুন সবাই মিলে পাশে দাঁড়াই। নিজের ভেরিফায়েড পেজে একই পোস্ট করেছেন এই সিনেমার অভিনেতা চিত্রনায়ক নিরব। ক্যাপশনে তিনি লেখেন, চলুন আমরা সবাই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।