বিনোদন
বিদায়ের কথা জানালেন অক্ষয় কুমার
বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২২, রবিবার
অক্ষয়ের হাতে এখন হাফ ডজন ছবি। এই সময়ই হঠাৎ বলিউডকে বিদায়ের কথা জানালেন অক্ষয়। তবে সরাসরি নয়, বরং জানালেন, ঠিক কী ঘটলে বলিউড ছাড়বেন তিনি! তিনি বলেন, এখন রোজ শুটিং করছি। তবে হ্যাঁ, যতদিন শুটিংয়ে যেতে ইচ্ছা করবে, ততদিন কাজ করবো। যেদিন মনে হবে আর শুটিংয়ে যেতে ইচ্ছা হচ্ছে না, সেদিন বলিউড ছেড়ে দেবো!