বিনোদন
ফিরছেন নানা পাটেকর
বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২২, রবিবার
নানা পাটেকর আর পরিচালক প্রকাশ ঝা সর্বশেষ কাজ করেছিলেন ‘রাজনীতি’ সিনেমায়। সেই সিরিজে অভিনয় করেছিলেন অজয় দেবগন, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুরও। শোনা যাচ্ছে সেই প্রকাশ ঝায়ের হাত ধরেই হিন্দি ওয়েব সিরিজে ফিরছেন নানা পাটেকর। এবারের সিরিজটিও রাজনৈতিক। নাম ‘লাল বাত্তি’। এই সিরিজে নানাকে এক রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে।