বিনোদন
আলাপন
আত্নবিশ্বাস আছে দর্শক ছবিটি পছন্দ করবে -বুবলী
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন

একের পর এক ছবিতে অভিনয় করছেন চলতি প্রজন্মের ব্যস্ত নায়িকা শবনম বুবলী। বর্তমানে তার হাতে রয়েছে কমপক্ষে হাফ ডজন ছবির কাজ। এদিকে শুক্রবার প্রেক্ষাগৃতে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত নতুন ছবি ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে আদর আজাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তাদের জুটির কেমিস্ট্রি এরইমধ্যে ছবির গান ও ট্রেলারের মধ্যে পছন্দ করেছেন দর্শক। এখন সিনেমা হলে ছবিটি কেমন যায় সেটাই দেখার পালা। যদিও টানা বৃষ্টি, সিলেটের বন্যা ও রাজনৈতিক অস্থিরতা- এসব কারণে খানিকটা বাঁধার মুখে পড়েছে ‘তালাশ’। ছবিটি নিয়ে আপনি কতটা আশাবাদী? বুবলী বলেন, ছবিটির গল্প, নির্মাণ, গানসহ প্রতিটি জায়গায় দর্শকরা নতুনত্ব পাবেন। আমরা প্রত্যোকেই চেষ্টা করেছি নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে। আর যতটুকু শ্রম দিয়ে কাজ করেছি, তাতে আত্নবিশ্বাস আছে দর্শক ছবিটি পছন্দ করবে।