ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

আলাপন

আত্নবিশ্বাস আছে দর্শক ছবিটি পছন্দ করবে -বুবলী

স্টাফ রিপোর্টার

(৩ বছর আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন

mzamin

একের পর এক ছবিতে অভিনয় করছেন চলতি প্রজন্মের ব্যস্ত নায়িকা শবনম বুবলী। বর্তমানে তার হাতে রয়েছে কমপক্ষে হাফ ডজন ছবির কাজ। এদিকে শুক্রবার প্রেক্ষাগৃতে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত নতুন ছবি ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে আদর আজাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তাদের জুটির কেমিস্ট্রি এরইমধ্যে ছবির গান ও ট্রেলারের মধ্যে পছন্দ করেছেন দর্শক। এখন সিনেমা হলে ছবিটি কেমন যায় সেটাই দেখার পালা। যদিও টানা বৃষ্টি, সিলেটের বন্যা ও রাজনৈতিক অস্থিরতা- এসব কারণে খানিকটা বাঁধার মুখে পড়েছে ‘তালাশ’। ছবিটি নিয়ে আপনি কতটা আশাবাদী? বুবলী বলেন, ছবিটির গল্প, নির্মাণ, গানসহ প্রতিটি জায়গায় দর্শকরা নতুনত্ব পাবেন। আমরা প্রত্যোকেই চেষ্টা করেছি নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে। আর যতটুকু শ্রম দিয়ে কাজ করেছি, তাতে আত্নবিশ্বাস আছে দর্শক ছবিটি পছন্দ করবে। আদর আজাদের সঙ্গে আপনার জুটিটি নতুন। এ জুটি কতটুকু দর্শক গ্রহণ করবে বলে মনে করছেন? বুবলী উত্তরে বলেন, আদর আজাদ মেধাবী একজন অভিনেতা। তার মেধার পুরোটা দিয়েই তিনি ‘তালাশ’ এ অভিনয় করেছেন। তাছাড়া আমাদের গান, ট্রেলারে সাড়া পাচ্ছি। ছবিটি মুক্তি পেয়েছে একদিন হয়েছে, এরইমধ্যে অনেকেই আমাদের জুটির প্রশংসা করছেন। শুধু দর্শক নয়, সিনেমা সংশ্লিষ্টরাও ছবিটির প্রশংসা করছেন। এটা অনেক বড় পাওয়া। কারণ আমি নিজেকে এখনও নতুনই মনে করি। প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। এ ছবিটি করতে গিয়েই অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। শিখেছি অনেক। নতুন কাজ নিয়ে কথাবার্তা হচ্ছে? এ নায়িকার উত্তর- বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে আমার। আর প্রস্তাব তো প্রতিনিয়ত আসছে নতুন ছবির। তবে একটু ভেবে চিন্তে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি। সব ধরনের কাজ করতে চাচ্ছি না। গল্প, নির্মাণ, চরিত্র-সব মিলিয়ে যদি শতভাগ মনে হয় তখনই ছবিটি করছি। সেদিক থেকে সামেন দর্শকদের হয়তো আরও ভালো কিছু ছবি উপহার দিতে পারবো। 
 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status