বিনোদন
অন্য এক অর্ষা
স্টাফ রিপোর্টার
১৮ জুন ২০২২, শনিবার
এবার দর্শকদের সামনে হাজির হলেন অন্য এক নাজিয়া হক অর্ষা। কপালে টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, কানে দুল। পরনে পাহারি পোশাক। সাজপোশাকে ষোলআনা পাহাড়ি কন্যা। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে তার এমন কিছু ছবি। প্রশ্ন হলো অর্ষা কেন এমন লুকে? খোঁজ নিয়ে জানা যায়, একটি একক নাটকে এই লুকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ‘বনফুল’ শিরোনামের এই নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পঙ্কজ চৌধুরী রনি। এই নির্মাতা জানিয়েছেন, ভিন্ন ঘরানার গল্প, নির্মাণ ও কস্টিউমে নির্মিত হয়েছে ‘বনফুল’। পাহাড়ি এলাকায় কয়েকদিন দৃশ্যধারণের কাজ করেছেন বলেও জানান তিনি। এ নাটকে অর্ষার সহশিল্পী ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। জানা গেছে, গত সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে নাটকটির শুটিং হয়েছে। দু’টি ভিন্ন সময়কে একই অবস্থানে এনে দৃশ্যপটের বর্ণনা ‘বনফুল’। এক পাহাড়ি কন্যার জন্ম-জন্মান্তরের প্রকাশিত রূপ। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। এদিকে সম্প্রতি চরকিতে উন্মুক্ত হয়েছে এ অভিনেত্রীর ‘সাহস’ শিরোনামের সিনেমা। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। মুক্তির অল্প সময়েই এখানে অর্ষার অভিনয় বেশ প্রশংসা কুড়াচ্ছে।