বিনোদন
‘নোংরা’ মন্তব্যের শিকার শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
১৮ জুন ২০২২, শনিবার
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাছ; সেসব গাছে শোভা পাচ্ছে হলুদ রঙের ফুল। তার নিচে দাঁড়িয়ে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। তার পাশে দাঁড়ানো মডেল ও বক্সার ইদ্রিস ভার্গো। পোস্টটি শ্রাবন্তীকে ট্যাগ করেছেন তিনি। তাতেই বেধেছে বিপত্তি। কারণ নেটিজেনদের বেশির ভাগই ছবিটি দেখে ‘নোংরা’ মন্তব্য করছেন। একজন লিখেছেন, এটাই আপনার জন্য উপযুক্ত। আরেকজন লিখেছেন, নতুন জামাই মনে হয়। আরেকজন লিখেছেন, এইবার ঠিক আছে।