বিনোদন
আবার ‘চিরকুমার সংঘ’
স্টাফ রিপোর্টার
১৮ জুন ২০২২, শনিবারনতুন সংস্করণে আবার ‘চিরকুমার সংঘ’ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই কুমিল্লায় ৩ দিন নাটকটির শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা। আসন্ন ঈদুল আজহায় ‘চিরকুমার সংঘ’ দেখা যাবে ‘সিনেমাওয়ালা’র ইউটিউবে। নির্মাতা রাজের ক্যারিয়ারে বানানো দ্বিতীয় নাটক ‘চিরকুমার সংঘ’। নতুন সংস্করণেও আগের শিল্পীরা থাকবেন। সঙ্গে নতুন কয়েকজন যোগ হবেন।