বিশ্বজমিন
জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ অনুমোদন করলো বৃটেন
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ১৭ জুন ২০২২, শুক্রবার, ৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ অপরাহ্ন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করবে বৃটেন। বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এই অনুমোদন দিয়েছেন। তবে এর বিরুদ্ধে আবেদন করতে ১৪ দিন সময় দেয়া হয়েছে অ্যাসাঞ্জকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম বিবিসি।
খবরে জানানো হয়, এর আগে বিষয়টি নিয়ে আদালতে লড়াই চলে উভয় পক্ষের। তবে আদালত জানিয়েছে, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়। এছাড়া যুক্তরাষ্ট্রেও তার সঙ্গে যথাযথ আচরণ করা হবে বলেও আদালত জানিয়েছে।
২০১০ ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে দেন অ্যাসাঞ্জ। এ জন্য তাকে যে কোনো উপায়ে নিজেদের কব্জায় নিতে চায় মার্কিন কর্তৃপক্ষ। দীর্ঘদিন তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে ছিলেন। ২০১৯ সালে তার এসাইলাম স্ট্যাটাস বাতিল করে দেয় ইকুয়েডর। এরপর তাকে গ্রেপ্তার করে বৃটিশ পুলিশ। সেই থেকে তিনি বৃটেনের জেলেই রয়েছেন। এখন তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে আইনি লড়াই চলছে।
বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ঘোষণার প্রতিক্রিয়ায় উইকিলিকস জানিয়েছে, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং বৃটিশ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন। তবে এই ঘোষণাই লড়াইয়ের শেষ নয়। টুইটারে উইকিলিকস জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।