বিনোদন
‘তালাশ’ সিনেমায় রাজু চরিত্রে, আশাবাদী যোজন
স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) ১৭ জুন ২০২২, শুক্রবার, ৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২১ অপরাহ্ন

দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘তালাশ’। এই সিনেমায় বুবলী, আদর আজাদ ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন যোজন মাহমুদ। এতে তার চরিত্রের নাম রাজু। বুবলী ও আদরের কাছের বন্ধু হিসেবে পর্দায় দেখা মিলেছে তার। রাজু চরিত্রটিও দর্শকের মনে দাগ কাটবে বলে বিশ্বাস এ অভিনেতার। যোজনের ভাষ্যে, ‘তালাশ’ সিনেমায় রাজু চরিত্রটার গুরুত্ব অনেক। দর্শকের মনে দাগ কাটবে বলেই বিশ্বাস। কারণ সিনেমাটিতে বন্ধুত্বের জায়গাটা দারুণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আদর, বুবলী, আমার বন্ধুত্বের জায়গাগুলো দর্শকের হৃদয়ের গভীর পর্যন্ত ছুঁয়ে যাবে। এটা আসলে আমার গল্প, আমাদের গল্প। কোনো না কোনো সময়ে আমাদের সকলের এ ধরনের সময় কেটেছে। আমার মনে হয় দর্শক সেই জায়গাটা উপলদ্ধি করতে পারবে।

এক রকস্টারের প্রেম, নেশাগ্রস্ত জীবনের গল্প ‘তালাশ’। এই সিনেমায় কাজের অভিজ্ঞতাও জানিয়েছেন যোজন মাহমুদ। তিনি বলেন, আদর-বুবলীর সঙ্গে আমার প্রথম কাজ এটি। প্রচুর কো-অপারেট করেছেন দুজনেই। সত্যি কথা বলতে মনেই হয়নি যে আমি তাদের সঙ্গে প্রথম কাজ করছি। মনে হয়নি দূরের কেউ তারা। বন্ধুই মনে হয়েছে সব সময়। আর পরিচালনার জায়গা থকে সাপোর্ট ছিল অনেক। তাই চরিত্রটা খুব সুন্দরভাবে করতে পেরেছি।

ডিরেক্টর সৈকত নাসির ভাই আমাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমাকে আমার মতো করে প্লে করার সুযোগ দেয়েছিলেন। এর আগে ২০১৪ সালে সৈকত নাসিরের পরিচালনাতেই ‘দেশা- দ্য লিডার’ সিনেমায় অভিনয় করেন যোজন মাহমুদ।