বিনোদন
দাপুটে রূপাঞ্জনা
বিনোদন ডেস্ক
৪ অক্টোবর ২০২৩, বুধবার
নাবালক মহম্মদ আসিফ ঠাণ্ডা মাথায় নিজের পরিবারের চার সদস্যকে খুন করেছিল। পরে পুলিশ মৃতদের পচা গলা দেহ উদ্ধার করে। এমন নারকীয় হত্যালীলা চালিয়েও বিন্দুমাত্র অনুশোচনা ছিল না সেই তরুণের মধ্যে। মালদহ কালিয়াচকের এই হত্যাকাণ্ড বেশ আলোচনায় ছিল ভারতে। সেই লোমহর্ষক ঘটনা এবার বড় পর্দায় আনছেন অসীম আখতারের প্রযোজনায় নির্মাতা রাতুল মুখোপাধ্যায়। ছবির নাম ‘কালিয়াচক: চ্যাপ্টার ওয়ান’। পরিচালক নিজেই মূল অভিযুক্ত আসিফের চরিত্রে অভিনয় করছেন। এই সিনেমায় পুলিশ কর্মকর্তা সুধা মালাকারের চরিত্রে দেখা যাবে রূপাঞ্জনা মিত্রকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সিনেমার ট্রিজার পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে রূপাঞ্জনাকে একজন দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। উল্লেখ্য, চিত্রনাট্যের স্বার্থে কল্পনার আশ্রয়ও নিতে হয়েছে নির্মাতাদের। মূলত কালিয়াচকের অপরাধ জগতের বাইরে গিয়েও যে সামাজিক সহাবস্থান সেই অঞ্চলে, সেকথাও তুলে ধরা হবে ‘কালিয়াচক: চ্যাপ্টার ওয়ান’ ছবিতে। সিনেমাতে আরও অভিনয় করেছেন দেবপ্রসাদ হালদার, পার্থ সারথী, রাতুল মুখোপাধ্যায়, দেবপ্রতিম দাশগুপ্তর মতো অনেকে রয়েছেন।