বিনোদন
দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১০ অপরাহ্ন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে পর্দার চেয়ে মাঠের রাজনীতিতে বেশি সক্রিয় তিনি। নিয়মিত তাকে দেখা যায় বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায়। সময় পেলেই ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। প্রস্তুতি নিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের। আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। জানালেন, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে মনোনয়ন চাইবেন এই নায়িকা।
আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় এই নায়িকা।
মাহি বলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে।
এদিকে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী ৮ অক্টোবর থেকে শুটিংয়ে ফিরবেন মাহিয়া মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি।
পাঠকের মতামত
কেয়ামত আসার আলামত ধীরে ধীরে পরিস্কার হচ্ছে। অন্য মানুষের হক নষ্ট করা( অন্য স্ত্রী মানুষের স্বামী নিজের করে নেয়, হাওরে ঘুরতে যেয়ে অন্য মানুষের আগে থেকে ঠিক করা নৌকা নিজের জন্য নিয়ে নেয় , অন্য মানুষের শোরুম দখল করে নিজেদের বলে চালিয়ে দেয়) মাহিয়া মাহি কিভাবে দেশের মানুষের হক নিশ্চিত করবে ? এমপি হলেই কি সে মানুষ থেকে মহামানবে পরিনত হবে ?
আপনার যা আছে তা দিয়ে চার আসন ও পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আমরা সাধারণ জনগন ও আশায় থাকলাম।
আপনার যে জনপ্রিয়তা, তাতে আরো অনেক আসনে নির্বাচন করলেও আপনি জিতে যাবেন আশা করা যায়।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]