বিশ্বজমিন
স্পেনের নাইটক্লাবে আগুন লেগে নিহত ৬
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৯ অপরাহ্ন

স্পেনের একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারসিয়াতে শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরটির বিখ্যাত টিয়াত্রে নাইটক্লাবের ওই অগ্নি দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে জরুরি পরিষেবা। এছাড়া আরও চার জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আগুন কীভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। ক্লাবটি যখন মানুষে একদম ভরা ছিল, সেসময়ই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এটি কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।