ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

নয়াপল্টনে মহিলা সমাবেশে ফখরুল

বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না

স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মহিলা সমাবেশে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হতে পারে না। আর এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এদেশের মহিলা ও নারীসহ কোন মানুষের নিরাপত্তা থাকবে না। আমরা আমাদের স্বাধীনতাকে হারাবো, সার্বভৌমত্ব হারাবো, আমাদের গণতন্ত্র চিরতরে চলে যাবে এবং ভোটের অধিকার চলে যাবে।  তিনি বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্য গড়ে তুলি। সেই ঐক্যের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করবো পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি নতুন ইসি গঠন করে নির্বাচন দিতে। তাহলেই একমাত্র এই সংকট থেকে মুক্ত হতে পারি।  মহিলা নেত্রীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আজকে সরকার জোর করে আবারও ক্ষমতায় থাকতে চায়। আপনারা কি সেটা দিবেন? সরকারকে কি আবার ক্ষমতায় থাকতে দিবেন? এরা কাউকেই ছাড় দেয়নি। আপনারা যারা আন্দোলন করেছেন সেই আমার মা-বোনদেরকে গ্রেপ্তার করে তারা কারাগারে পাঠিয়েছে। আমার মা-বোনদের এরা অন্যায়ভাবে নির্যাতন করেছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই আমাদের অংসখ্য নারী নেত্রীকে তারা অত্যাচার ও নির্যাতন করেছে। এই সরকার অত্যাচারের সরকারে পরিণত হয়েছে। 

পত্র-পত্রিকায় যে ছবি বের হয়েছে, সেই ছবি ফেসবুকে দেয়ার কারণে গত কয়েকদিন আগে মিলি নামে একজন মহিলাকে গ্রেপ্তার করেছে।  তিনি বলেন, আজকে আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, সর্বপ্রথম বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। আমরা আশা করি যে, তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানোর জন্য বলা হয়েছে। আমরা আশা করি যে, এই সরকার অবৈধ হলেও তারা খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দিবে।  মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা নেত্রী আফরোজা খান রিতা, জেবা খান, নার্গিস আলী, নাজমুন নাহার বেবি, নুরজাহান মাহবুব, নেওয়াজ হালিমা আরলী, নিলুফার চৌধুরী মনি, রোজিনা ইসলাম, জাহান পান্না, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, পারভিন আক্তার, রুমা আক্তার, শাহিনুর নার্গিস, নায়েবা ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status