ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সরকারকে বলতে হবে তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৫, রবিবার

সরকারকে বলতে হবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তার দাবিতে’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখন সরকারের কাছ থেকে আমরা জানতে চাই, তারেক রহমানের দেশে ফেরার পেছনে কোনো বাধা নাই। সরকার প্রধানের কাছে, আপনি স্পষ্টভাষায় বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নাই। সেকেন্ডারি নিরাপত্তার বিষয়টি, সেটা দেখা যাবে আল্লাহ কারে কখনো মারে, কখন মারে। আমি মনে করি, নিরাপত্তাজনিত কারণটা কোনো কারণ না। যে অজ্ঞাত কারণটা আমাদের প্রশ্নের জবাব মিলছে না, সেই অজ্ঞাত কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটা জনগণের দাবি করতে হবে কেন? যদি হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) নির্বাহী ক্ষমতা বলে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ঘোষণা করতে পারে তাহলে আপনি (অন্তর্বর্তীকালীন সরকার) এই নাটকবাজি করে জনগণ চায় কেন? কী প্রয়োজন? কী বুঝাতে চান? এটা আমাদেরকে বুঝতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, তারা তো একটা নিষিদ্ধ দল নাকি। আওয়ামী লীগ করেছে তো, ন্যায়-অন্যায় তো পরের কথা। ওই জামায়াতে ইসলামী তো এখনো নিবন্ধন ফেরত পায়নি। কিন্তু সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) খুব গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামীকে, ওর নিবন্ধনের দরকার নাই।
গয়েশ্বর বলেন, আমি ব্যক্তিগতভাবে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকেই বলছি, কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতার। বিগত ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবো করতে পারেন তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে, সেটা জনগণের মাধ্যমে দেখা যাবে। গয়েশ্বর বলেন, আবদুল হামিদ (সাবেক প্রেসিডেন্ট) চলে গেলেন, উনি লুকিয়ে যাবেন কেমনে? আবদুল হামিদ লোকটা যেমনই হোক, রাষ্ট্রের দুই বারের প্রেসিডেন্ট। কোন সংস্থা জানে না তিনি দেশে আছেন, কোন সংস্থা জানে না তিনি বিমানের টিকিট কাটছেন, কোন সংস্থা জানে না তার ফ্লাইট কয়টায়? আমরা কিন্তু ঢাকার বাইরে যেতে পারি না, সব তটস্থ হয়ে যায়। উনি (আবদুল হামিদ) ভিআইপি রুমে গেলেন। আমরা গেলে বলে যে, স্যার একটু বসেন, মানে উপরে একটু যোগাযোগ করতে হবে। ১/১১-এর সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি’র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে এই সরকারের পেছনে কে কলকাঠি নাড়ে? ওই ১/১১ যারা সৃষ্টি করেছে তারা এই সরকারকে নাচাচ্ছে। আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন, নিজে নিজেকে জিজ্ঞাসা করবেন উত্তরটা নিজেই খুঁজে পাবেন।
১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় সভায় ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status