দেশ বিদেশ
কেবল বই পড়া নয় জীবনে যা কিছু সুন্দর সব স্পর্শ করতে হবে
স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৫, রবিবার
কেবল বই পড়া নয়, একইসঙ্গে জীবনে যা কিছু সুন্দর সব স্পর্শ করার পরামর্শ দিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আবু সায়ীদ। তিনি শিক্ষার্থীদের বলেন, তোমরা শুধু বই পড়বে না, গান শুনবে, জ্যোৎস্না রাতের নিচে বসবে, তারা ভরা আকাশ দেখবে। জীবনে যা কিছু সুন্দর সবকিছু স্পর্শ করবে। নাহলে এ ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। তিনি বলেন, কয়দিন বাঁচলে সেটি বড় নয়, বরং জীবনকে কি দিলে, সেটিই আসল। গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দুই দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ পর্বে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বইয়ের চেয়েও হাজার গুণ সুন্দর উপহার আমাদের জীবন। আমরা যে পৃথিবীতে জন্মেছি, এর চেয়ে বড় সাফল্য আমাদের আর কিছু নেই। আমরা তো মানুষ না হয়ে অন্যকিছু হয়েও জন্মাতে পারতাম। বই পড়াকে উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বই পড়া নিয়ে নানা কর্মসূচির আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষের সন্ধানে সাতচল্লিশ বছর ধরে সারা দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। দুই দিনব্যাপী বই পড়া কর্মসূচির শেষ দিনে ঢাকা মহানগরীর ৩৪ স্কুলের ২ হাজার ৫৩১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পর্বে অতিথি ছিলেন- দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, রয়টার্সের সাবেক ব্যুরো প্রধান সিরাজুল ইসলাম কাদির, পর্বতারোহী এম এ মুহিত ও নিশাত মজুমদার, অভিনেতা, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি- ইফতেখারুল ইসলাম, আব্দুস সামাদ, খালিদ হাসান, আমিনুল ইসলাম ভূঁইয়া, সাবেক সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
দুদকের চেয়ারম্যান বলেন, তোমাদের বাবা-মায়ের মতো আমাদের বাবা-মা অত ভালো ছিলেন না। আমাদের মা-বাবারা বলতেন, ছেলে সব বাজে বই পড়ে। পাঠ্য বইয়ের বাইরে যত বই আছে, সব বাজে বই। আর বাজে বই পড়ে পড়ে আমি এটুকু আসছি। সাবেক সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা যখন বই পড়ি, তখন পড়তে পড়তে নিজেকে চিনি? যত বেশি বই পড়ি, নিজেকে তত বেশি চিনতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, হাওয়া খাইলে পেট ভরে না, ভাত খাইলে পেট ভরে। কিন্তু সে খাদ্য হজম করার জন্য ভাত দরকার। স্কুলের বই হলো ভাত। কিন্তু সে পড়াগুলো হজম করার জন্য হাওয়া দিতে হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি আব্দুস সামাদ বলেন, জ্ঞান অর্জনের জন্য, প্রজ্ঞাবান ও আলোকিত মানুষ হওয়ার জন্য বই পড়ার বিকল্প নেই। পৃথিবীর জ্ঞানের যে রাজ্য, আমরা সারা জীবন চেষ্টা করলে ১ শতাংশ জানা সম্ভব কিনা আমি জানি না। জানার ইচ্ছে ও আগ্রহ সারা জীবন তোমরা উন্মুক্ত রাখবে, তোমাদের কাছে আহ্বান করছি। রয়টার্সের সাবেক ব্যুরো প্রধান সিরাজুল ইসলাম কাদির বলেন, আমরা বিভিন্নভাবে আমাদের সাফল্য নির্ধারণ করি। তবে যা দিয়ে সাফল্য মাপি, তা আসলেই মাপকাঠি নয়। অন্তঃজগৎকে কতোটা আলোকিত করছো, সেটাই সাফল্যের মাপকাঠি। আর অন্তঃজগৎকে আলোকিত করার অন্যতম উপায় হলো বই পড়া।