ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

নতুন সংস্করণে অধ্যাপক ডা. আহাম্মদ আলীর বই ‘ত্বকের সমস্যা ও করণীয়’

স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার

নতুন সংস্করণে বের হয়েছে দেশের বিশিষ্ট সিনিয়র চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহাম্মদ আলীর বই ‘ত্বকের সমস্যা ও করণীয়’। বইটিতে চিকিৎসা বিজ্ঞানের আলোকে ত্বকের বিভিন্ন রোগ ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতে তার দীর্ঘদিনের ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞান, গবেষণা, তথ্য ও ছবি সন্নিবেশিত করা হয়েছে। যা পাঠকদের ত্বক ও চর্মরোগ নিয়ে ভুল ধারণা, কুসংস্কার ও অপচিকিৎসা থেকে মুক্ত থাকতে নিঃসন্দেহে সহায়ক হবে। অধ্যাপক ডা. আহাম্মদ আলী ১৯৬২ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকায় স্কুল ও কলেজ জীবন শেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হতে ১৯৮৭ইং এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তারপর তিনি থাইল্যান্ডের মাহিডল বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিএসএমএমইউ (ভূতপূর্ব-আইপিজিএমআর) হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চর্ম যৌনরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। 

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অনেকগুলি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত ও কর্মজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে লেখালেখি এবং টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন নিয়মিত। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে জানান, ত্বকের যাবতীয় সমস্যা নিয়ে আমার লেখা এই বইটির ২য় সংস্করণ আরও উন্নত কভার ও কাগজে বের হয়েছে। নতুন এই সংস্করণ, বইটিকে তথ্যগতভাবেও আরও অনেক সমৃদ্ধ করেছে বলে আমার বিশ্বাস। বইটি পাওয়া যাচ্ছে অনলাইনসহ প্রকাশনা সংস্থা-আহমদ পাবলিশিং হাউসে অথবা রকমারীসহ সকল অনলাইন বুকশপগুলিতে।এ ছাড়াও সরাসরি পাওয়া যাবে বিভিন্ন অভিজাত বই বিপনী ও লাইব্রেরিতে, কিছু কিছু বড় ফার্মেসিতে এবং আমার ব্যক্তিগত রোগী দেখার চেম্বার, ধানমণ্ডির মেডিনোভাতে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status