দেশ বিদেশ
নতুন সংস্করণে অধ্যাপক ডা. আহাম্মদ আলীর বই ‘ত্বকের সমস্যা ও করণীয়’
স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারনতুন সংস্করণে বের হয়েছে দেশের বিশিষ্ট সিনিয়র চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহাম্মদ আলীর বই ‘ত্বকের সমস্যা ও করণীয়’। বইটিতে চিকিৎসা বিজ্ঞানের আলোকে ত্বকের বিভিন্ন রোগ ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতে তার দীর্ঘদিনের ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞান, গবেষণা, তথ্য ও ছবি সন্নিবেশিত করা হয়েছে। যা পাঠকদের ত্বক ও চর্মরোগ নিয়ে ভুল ধারণা, কুসংস্কার ও অপচিকিৎসা থেকে মুক্ত থাকতে নিঃসন্দেহে সহায়ক হবে। অধ্যাপক ডা. আহাম্মদ আলী ১৯৬২ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকায় স্কুল ও কলেজ জীবন শেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হতে ১৯৮৭ইং এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তারপর তিনি থাইল্যান্ডের মাহিডল বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিএসএমএমইউ (ভূতপূর্ব-আইপিজিএমআর) হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চর্ম যৌনরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অনেকগুলি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত ও কর্মজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে লেখালেখি এবং টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন নিয়মিত। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে জানান, ত্বকের যাবতীয় সমস্যা নিয়ে আমার লেখা এই বইটির ২য় সংস্করণ আরও উন্নত কভার ও কাগজে বের হয়েছে। নতুন এই সংস্করণ, বইটিকে তথ্যগতভাবেও আরও অনেক সমৃদ্ধ করেছে বলে আমার বিশ্বাস। বইটি পাওয়া যাচ্ছে অনলাইনসহ প্রকাশনা সংস্থা-আহমদ পাবলিশিং হাউসে অথবা রকমারীসহ সকল অনলাইন বুকশপগুলিতে।এ ছাড়াও সরাসরি পাওয়া যাবে বিভিন্ন অভিজাত বই বিপনী ও লাইব্রেরিতে, কিছু কিছু বড় ফার্মেসিতে এবং আমার ব্যক্তিগত রোগী দেখার চেম্বার, ধানমণ্ডির মেডিনোভাতে।