ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

১৫ শ্রমিক সংগঠনের কনভেনশন আজ

স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার

দেশের ১৫টিরও বেশি শ্রমিক সংগঠনের উদ্যোগে আজ ‘শ্রমিক-কর্মচারী’ কনভেনশন অনুষ্ঠিত হবে। প্রায় চল্লিশ বছর পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও টিএন্ডটি স্কুলের সামনে রাস্তায় এ কনভেনশনের আয়োজন করা হয়েছে। দুপুর দুইটার পরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় দশ হাজার প্রতিনিধি ছাড়াও দেশের প্রখ্যাত শ্রমিক নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।  শ্রমিকদলের নেতাকর্মীরা জানান, শ্রমিক সংগঠনের এই কনভেনশন উপলক্ষ্যে তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছেন। অন্যান্য শ্রমিক সংগঠনও প্রস্তুতি সভা, মতবিনিময়, লিফলেট বিতরণসহ নানান কার্যক্রম করেছেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস চলছে এই কনভেনশন ঘিরে। আর বিএনপির চলমান একদফা আন্দোলনের সঙ্গে দেশের শ্রমজীবীদের সম্পৃক্ত করতে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত শ্রমিক সংগঠন ছাড়াও স্বতন্ত্র সংগঠনগুলোকে এক কাতারে নিয়ে আসতে এ কনভেনশনের আয়োজন করা হয়েছে। 

কনভেনশন আয়োজকের প্রধান ভূমিকা পালনকারী বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, ভোটাধিকার, গণতন্ত্র, বাঁচার মতো মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, ট্রেড ইউনিয়ন অধিকার ও গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন’ স্লোগানে তাদের এ কনভেশন অনুষ্ঠিত হবে। সেখানে দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্য, মজুরিসহ নানা ইস্যুতে আলোচনা করে তারা একটি গঠনমূলক কর্মসূচির বিষয়ে চিন্তা করবেন। এদিকে শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকাল ১০টায় ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ডিআরইউতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে হয়রানি এবং মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক সাজার বিরুদ্ধে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status