বিশ্বজমিন
শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন ট্রুডো
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৭ অপরাহ্ন

অবশেষে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নাৎসি সৈনিককে পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে সর্বোচ্চ সম্মান দেখিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বিশ্বের সামনে কানাডাকে ছোট করা হয়েছে ওই ঘটনার মধ্য দিয়ে। এমন অবস্থায় পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগে বাধ্য হন। চাপ আসতে থাকে ট্রুডোর পদত্যাগের জন্যেও। যদিও আপাতত ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েই পার পেতে চাইছেন কানাডার প্রধানমন্ত্রী।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার বিকেলে হাউস অব কমন্সে দেয়া বক্তব্যে ট্রুডো ক্ষমা চান। তিনি বলেন, এই ঘটনায় ভয়ানক ভুল হয়ে গেছে। ওই সময় এই পার্লামেন্টে যারা উপস্থিত ছিলেন, তাদের সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। সঠিক পরিচয় না জেনে ওই ব্যক্তিকে সম্মান জানানো একটি ভয়ানক ভুল। নাৎসি বাহিনীর নিষ্ঠুরতার শিকার হওয়া ব্যক্তিদের স্মৃতির প্রতি অশ্রদ্ধা।
গত সপ্তাহে কানাডার পার্লামেন্টে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় সেখানে আমন্ত্রণ জানানো হয় ইউক্রেনীয় বংশোদ্ভূত এক কানাডীয় নাগরিককে। বলা হয়, তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু পরে জানা যায়, ওই ইউক্রেনীয় ছিলেন নাৎসি বাহিনীর সদস্য। নাৎসিদের যে ইউনিটটি নিরীহ রুশ, পোলিশ ও ইহুদি গণহত্যার জন্য পরিচিত সেই এসএস ইউনিটের সদস্য ছিলেন তিনি।
এমন একজন ব্যক্তিকে পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে সর্বোচ্চ সম্মান দেখানোয় পুরো বিশ্বেই সমালোচনার ঝড় সৃষ্টি হয়। রাশিয়া এর ব্যাখ্যা জানতে চায় কানাডার কাছে। ইহুদি সংগঠনগুলো ট্রুডোর এমন আচরণের নিন্দা জানায়। এরপরেও পদত্যাগ দূরে থাক, ক্ষমা চাওয়া নিয়েও গড়িমসি করছিলেন ট্রুডো। তবে শেষপর্যন্ত প্রচণ্ড চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন তিনি।
পাঠকের মতামত
ভূল হতেই পারে। কিন্তু সবার পক্ষে ক্ষমা চাওয়ার মত এই মহত কাজটি করা সম্ভব হয়না। আমাদের রাজনীতিকদের বেলায় তো চিন্তাই করা যায়না। দুনিয়া উল্টে গেলেও আমরা নিজের সিদ্ধান্ত যে ভূল ছিল তা কোন ভাবেই মেনে নিতে রাজি হইনা। কারণ আমাদের রাজনীতিকরা রাজনীতি বিষয়ে লেখাপড়া করে রাজনীতিক হননি। রাজনীতি করতে করতে রাজনীতিক হয়েছেন। ঠিক ট্রাক ড্রাইভারের মত, হেলপার থেকে ড্রাইভার।
Bangladesh sadhin hoyece 52 bosor r muktijodhar boyos 55 hote parle naji senar boyos 580 hote problem ki?
How old is he now? 1945-2023= 78 years + his age in the year 1945
নাৎসী বাহিনীর সদস্য এখনও কি বেছে আছে?
যে ব্যক্তি নাৎসী বাহিনীর সদস্য বলা হচ্ছে ওনার নাম বতর্মান বয়স কত?
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]