বিশ্বজমিন
ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায় কানাডা
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৭ অপরাহ্ন

শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যায় ভারত জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা। এমন মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডা ভিত্তিক ন্যাশনাল পোস্ট রিপোর্ট করেছে যে, বিশ্বজুড়ে ভারতের প্রভাব বাড়ছে। এর প্রেক্ষিতে কানাডা ও তার মিত্ররা ভারতের সঙ্গে অব্যাহতভাবে যুক্ত থাকতে চায় বলে জানিয়েছেন ট্রুডো। বৃহস্পতিবার তিনি মনট্রিলে সংবাদ সম্মেলন করেছেন। সেখানেই এসব মন্তব্য করেছেন বলে জানানো হয়েছে খবরে।
তিনি বলেন, বর্ধিষ্ণু অর্থনীতির দেশ ভারত। ভূ-রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সময়ে এটাও পরিস্কার যে, আইনের শাসনের দেশ হিসেবে কানাডার সাথে ভারতের কাজ করা প্রয়োজন। ট্রুডো আরও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাকে নিশ্চয়তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে তিনি এ প্রসঙ্গে কথা বলবেন।