বিনোদন
কন্যার মা হলেন স্বরা ভাস্কর
বিনোদন ডেস্ক
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:৫৪ পূর্বাহ্ন

কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মা হওয়ার সুখবর তিনি নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন জানালেন তার কন্যার জন্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক প্রকার কোনও ঘোষণা ছাড়াই গাঁটছড়া বেঁধেছেন বলিউড এ অভিনেত্রী । ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন এ অভিনেত্রী। দিল্লিতে বিয়ের সব আচার-অনুষ্ঠান করেন স্বরা। গায়েহলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত— স্বরা ও ফাহাদের বিয়েতে আয়োজন ছিল চোখে পড়ার মতো। তা ছাড়াও একাধিক রিসেপশনের আয়োজন করেছিলেন এই দম্পতি। বিয়ের কয়েক মাস পরে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরা ঘোষণা করেন, তিনি সন্তানসম্ভবা। অবশেষে স্বরা এবং ফাহাদের ঘর আলো করে এলো কন্যা সন্তান। তারা আদর করে নাম রেখেছেন রাবিয়া। নীনা গুপ্তাসহ বলিউডের অনেকেই ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা-মাকে।