বিনোদন
মুগ্ধতা ছড়ালেন মিম
স্টাফ রিপোর্টার
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার.webp)
আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। দেশের ৩৪টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে দীপংকর দীপনের সাইবার থ্রিলারধর্মী এই সিনেমা। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে। এমন চরিত্রেই মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। অন্যদিকে প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেন অভিনেত্রী মিম। ফেসবুকে নিজের একটি স্থিরচিত্র পোস্ট করে মিম লেখেন, অন্তর্জাল সিনেমাটা অনেক কারণেই আমার জন্য আলাদা। পুরো সিনেমাতে আমার হাসিমুখ দেখতে পাবেন মাত্র দুই বার। এমনকি মাত্র দু’টা ড্রেসেই আস্ত একটা সিনেমা শেষ করতে হয়েছে। সিনেমা দেখলেই বুঝবেন, যেরকম টানটান উত্তেজনার মধ্যদিয়ে একেকটা মুহূর্ত গেছে, তাতে আসলে ড্রেস চেঞ্জ করার কোনো অপশন ছিল না।
মিম আরও লেখেন, আমি জানি, দর্শকও পর্দা থেকে চোখ সরানোর অপশন পাবেন না! এদিকে মিম শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটির স্পেশাল স্ক্রিনে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]