বিনোদন
গোপন কথা জানালেন আলিয়া
বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
বলিউডের নামজাদা অভিনেত্রী আলিয়া ভাট। যাকে বলা হয় সবচেয়ে সচেতন নায়িকা। অভিনয় থেকে শুরু করে, সিনেমা বাছাই এমনকি ব্যক্তি থেকে সংসার জীবনে সচেতনতার জন্য বেশ সুনাম তার। এদিকে তিনি কিশোরী বয়স থেকেই রণবীর কাপুরের জন্য পাগল! সেই রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়াটা স্বপ্নের চেয়ে কিছু কম ছিল না আলিয়ার কাছে! তারকা মনে করে যাকে স্বপ্ন দেখতেন, এখন তার সঙ্গেই ঘর করছেন বলিউডের ‘গাঙ্গু’। তবে সমপ্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী গোপন কথা প্রকাশ করেছেন। স্বীকার করেছেন, রণবীরের আগে তার মন কেড়েছিলেন বলিউডের আরও এক ব্যক্তিত্ব। তিনি হলেন বলিউডের ‘জাওয়ান’ শাহরুখ খান। আলিয়া জানান, কিশোরী বয়সে প্রথম ভালোলাগা ছিল শাহরুখই।
দু’জনের মধ্যে বয়সের পার্থক্য অনেকটাই। ফলে আলিয়া যখন কিশোরী, শাহরুখ তখন রুপালি পর্দার মধ্যগগনে। শাহরুখের ম্যাজিকেই প্রথম মজেছিল আলিয়ার কিশোরী মন।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]