বিনোদন
সার্জারি করিয়ে বিপাকে অভিনেত্রী
বিনোদন ডেস্ক
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:১৩ অপরাহ্ন
রূপ-সৌন্দর্যে এতদিন অ্যামি জ্যাকসন হাজারও পুরুষের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। অথচ এখন তিনি সার্জারির মাধ্যমে নিজের চেহারার এমন বদল এনেছেন যে, যা অনুরাগীরা মোটেই পছন্দ করছেন না। বরং সমালোচনা করছেন। টিনসেল টাউনে নিজের লুক নিয়ে প্রায়ই পরীক্ষা-নিরীক্ষা করেন তারকারা। প্রতি ছবিতে নিত্যনতুন রূপে তাদের দেখা যায়। তবে সেই লুক নিয়ে সবসময়ে যে প্রশংসা কুড়ান তারা, তা বলা যায় না। অনেক সময়ই তাদের নিত্যনতুন ফ্যাশন হাসির খোরাক হয়ে ওঠে নেটিজেনদের কাছে। ঠিক তেমনই নিজের লুক নিয়ে অনুরাগীদের হাসির খোরাক হলেন দক্ষিণী ছবির তারকা অ্যামি জ্যাকসন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফ্যাশন শুটের ছবি পোস্ট করেন অ্যামি। তীক্ষ্ণ গাল, চিবুক, চওড়া কপাল- অ্যামিকে যেন চেনাই দায়। তবে ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ পেতেই মন্তব্যের বন্যা বয়ে গেছে।
নেটিজেনরা অ্যামির এই নতুন লুক নিয়ে রীতিমতো মজায় মেতেছেন। অনুরাগীদের অনেকেই তার এই নতুন লুকের সঙ্গে মিল পেয়েছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত হলিউড অভিনেতা কিলিয়ান মার্ফির সঙ্গে।
কেউ কেউ মজা করে লিখেছেন, অ্যামি জ্যাকসনের প্রোফাইলে কিলিয়ান মার্ফি কোথা থেকে এলেন! আবার মজার ছলে কারও বক্তব্য, লাল পোশাকে টমি শেলবিকে বেশ ভালোই দেখতে লাগছে।