বিনোদন
নতুন এক পাওলি
বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
জন্মশতবর্ষে মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে ‘পালান’ সিনেমা তৈরি করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সম্পতি এর ট্রেলার প্রকাশ্যে আসে। আর ট্রেলারের মাধ্যমে প্রশংসায় ভাসছেন পাওলি সেনের চরিত্রে অভিনয় করা পাওলি দাম। পুরনো বাড়ি। খসে পড়া দেয়াল। চাপ চাপ রক্ত। আর চাপা কষ্টের জ্বালা নিয়ে বেঁচে থাকা কিছু মানুষ। আর তাদের জীবনের গল্প। ‘পালান’র ট্রেলারে এভাবেই যেন সম্পর্কের জটিল সমীকরণ তুলে ধরেছেন নির্মাতা। নিজের অভিনয় ও অভিব্যক্তিতে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। ট্রেলার দেখে অনেকেই মন্তব্য করেছেন, নিজেকে নতুন করে উপস্থাপন করার নামই যে পাওলি দাম। অনেকেই বলেছেন, নিখুঁত অভিনয়ের ক্ষেত্রে তার কোনো তুলনা নেই। অনেকের মতে, জাতীয় পুরস্কার পাক্কা! সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে পাওলি বলেন, তার মানে মানুষের ভালো লাগছে। তারা প্রত্যাশাও করছে। এই কারণেই হয়তো মন্তব্যগুলো করছে। এমন মন্তব্য আমার কাছে জাতীয় পুরস্কারের সমান। মৃণাল সেন প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘কালবেলা’র পরই তাকে ফোন করেছিলেন কিংবদন্তি পরিচালক। কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। প্রথমে মৃণাল সেনের ফোনটি পেয়েই পাওলি ভেবেছিলেন প্র্যাঙ্ক কল। কিন্তু পরে প্রবাদপ্রতিম পরিচালকের কাছ থেকে প্রশংসা পেয়ে খুশিতে ভরে উঠেছিল অভিনেত্রীর মন।