দেশ বিদেশ
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “রবীন্দ্র উৎসব” উদ্যাপন
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের “থার্সডে থ্রাইভার্স” নামক গ্রুপের উদ্যোগে মঙ্গলবার ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত হলো “রবীন্দ্র উৎসব”। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঞ্চায়িত হলো রবীন্দ্রনাথের নাটক ‘রক্তকরবীর’ প্রধানতম কিছু দৃশ্য। এ ছাড়াও ছিল কবিতা আবৃত্তি, গান ও নাচের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ইউনিভার্সিটি এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান, রেজিস্ট্রার মো. রুহুল আমিন, ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. হাবীবুল্লাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে, ইংরেজি বিভাগের কিছু সাহিত্যানুরাগী শিক্ষার্থী নিজ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সাহিত্যকর্ম পাঠের পাশাপাশি বিশ্বসাহিত্যের চর্চার একটি ক্ষেত্র প্রস্তুত করার সংকল্পে “থার্সডে থ্রাইভার্স” নামে একটি সংঘ গড়ে তুলেছেন। তাদের এই সংঘের অন্যতম প্রধান লক্ষ্য- বাংলা ও ইংরেজি সহ বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ সব সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্মকে সৃজনশীল উপায়ে উদ্যাপন করা। আর এই প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীরা প্রথমেই বেছে নিয়েছে বাংলা সাহিত্য তথা বিশ্বসাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার সাহিত্য কর্মকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়েছে তাদের প্রথম প্রযোজনা ‘রবীন্দ্র উৎসব’।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]