ঢাকা, ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

‘সুগারড্যাডি কিংবা গডফাদারে বিশ্বাসী নই’

স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারmzamin

চলতি প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জাহান। এরইমধ্যে ‘কিল হিম’ ছবিটি দিয়ে আলোচনায় এসেছেন তিনি। মোহাম্মদ ইকবাল পরিচালিত ও প্রযোজিত এ ছবিতে অনন্ত জলিলের বিপরীতে দেখা গেছে তাকে। ছবিতে বর্ষা অভিনয় করেন ভিলেনের চরিত্রে। এ ছবির আগে ‘মানব দানব’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। এখানে তার নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। সেই ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। বর্তমানে কাজের কি অবস্থা? মিষ্টি মানবজমিনকে বলেন, ওটিটি ও সিনেমায় কাজের কথাবার্তা চলছে। এরমধ্যে একটি ওটিটির কাজ প্রায় পাকাপাকি। তবে সে বিষয়ে বিস্তারিত বলতে চাই না। মিষ্টি আরও বলেন, আমি অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে শুরু করেছি কাজ। তাই আমার সঙ্গে যেমন চরিত্র যাবে সেরকম চরিত্রেই কাজ করতে চাই। চলচ্চিত্র কিংবা শোবিজে কাজ করতে অনেক সময় মেয়েদের নানা বাধার মুখে পড়তে হয়। সেরকম কী হয়েছে। মিষ্টি উত্তরে বলেন, ২০১৯ সালে আমি কাজ শুরু করি। পারিবারিক বাধাতেই আমাকে পড়তে হয়েছে। তবে সেটা উতরে কাজ করেছি। আসলে নানা রকম বাধা থাকবেই। কিন্তু সেটা পার করেই কাজ করতে হবে। জীবনটা এমনই। অনেকেই বলে থাকেন শোবিজে প্রতিষ্ঠা পেতে গেলে সুগারড্যাডি লাগে। আপনি কি মনে করেন? আপনার পেছনে কি এমন কেউ রয়েছে? মিষ্টি জাহান আত্মবিশ্বাসের সুরে বলেন, একদমই না। আমি সুগারড্যাডি কিংবা গডফাদারে বিশ্বাসী নই। সত্যি বলতে ‘সুগারড্যাডি’ বিষয়টি সাম্প্রতিক সময়ে যেন ট্রেন্ড একটি শব্দ হয়ে গেছে। বিশেষ করে মারিয়া নামের একজন মডেল একটি অনুুষ্ঠানে এ নিয়ে তার সহকর্মীকে অভিযোগ করার পর থেকে এ শব্দটি বেশি চর্চিত হচ্ছে। আমি মনে করি না কারও ওপর নির্ভর করে প্রতিষ্ঠা পাওয়া যায়, যদি তার নিজের মেধা-গুণ না থাকে। সো কলড সুগারড্যাডি নিয়ে ভাবার সময়ও আসলে আমার নেই।

 

বিনোদন থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status