ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

শেষ হলো ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর বিচার কাজ

স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবারmzamin

শেষ হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর ১৮তম আসরের বিচার কাজ। সৈয়দ আব্দুল হাদী, সাদী মহম্মদ, ফরিদা পারভীন, লিলি ইসলাম, সাজেদ আকবর, খুরশীদ আলম, আগুন, মানাম আহমেদ, ফুয়াদ নাসের বাবু, ইমন সাহা, মকসুদ জামিল মিন্টু, অণিমা রায়, মেহরীন, চিত্রনায়ক রিয়াজ, জনপ্রিয় অভিনেতা, নির্মাতা এবং উপস্থাপক শাহ্‌রিয়ার নাজিম জয়, লেখক ও নির্মাতা অরুণ চৌধুরী, গীতিকার ও স্বানামধন্য বিনোদন সাংবাদিক আব্দুর রহমান, আনন্দ-আলো সম্পাদক ও নির্মাতা রেজানুর রহমান এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও নির্মাতা মুশফিকুর রহমান গুলজার ছিলেন এবারের ১৮তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্‌-এর বিচারক প্যানেলে। ৮৫০টি জমা পড়া গান থেকে প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত হয় ৩০০টি গান। এরপর সেই ৩০০টি গান থেকে বিচারকরা এবারের মিউজিক অ্যাওয়ার্ডস্‌-এর চূড়ান্ত বিজয়ীদের খুঁজে বের করেন। আজীবন সম্মাননা ও বিশেষ সম্মাননাসহ সঙ্গীতের মোট ১৯টি ক্যাটাগরিতে প্রদান করা হবে এবারের এই পুরস্কার। পুরস্কার প্রদানের জমকালো মূল অনুষ্ঠান খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। এবারের অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং গুণী নির্মাতা শহিদুল আলম সাচ্চু।      

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status