বিনোদন
শুরু হলো ‘সরাসরি সম্প্রচার’
স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
গতকাল থেকে নতুন একটি নাটক প্রচার শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনে। নাম ‘সরাসরি সম্প্রচার’। প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এটি রচনা করেছেন মোহাম্মদ তুহিন শেখ, পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। অভিনয় করেছেন মীর সাব্বির, ভাবনা, আরফান আহমেদ, ফারহানা মিলি, জামিল, জয়রাজ, সাদিয়া তানজিন, ডা. এজাজ, মিলি বাশার প্রমুখ। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে উঠে আসবে সমাজের বিচিত্র সব মানুষের কথা।