বিনোদন
অনাকাঙ্ক্ষিত
স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারকলকাতার অভিনেত্রী সায়ন্তিকা বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছেন। কক্সবাজারে ‘ছায়াবাজ’- নামের সিনেমার শুটিংও শুরু করেন তারা। জায়েদ খান ও বাংলাদেশের অনেক প্রশংসাও করেন টলিউডের এই নায়িকা। এরই মাঝে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ শুটিং ফেলে কলকাতায় ফিরে যান তিনি, এমন গুঞ্জন উঠেছে। কিন্তু কেন ‘ছায়াবাজ’ ছেড়ে চলে গেলেন সায়ন্তিকা? খোঁজ নিয়ে জানা যায়, নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং ছেড়েছেন তিনি। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে ‘ছায়াবাজ’। সায়ন্তিকার দাবি, এই সিনেমার নৃত্য পরিচালক মাইকেলকে পরিবর্তন করতে হবে। তাকে পরিবর্তন না করলে ‘ছায়াবাজ’-এ আর কাজ করবেন না। এ বিষয়ে মাইকেল বলেন, নাচের স্টেপ দেখানোর জন্য সায়ন্তিকার হাত ধরেছিলাম। তখন তিনি বলেন, হাত ধরো না, মুখে বুঝিয়ে দাও। কথা না বাড়িয়ে সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি। এই নিয়ে আমার সঙ্গে তার কোনো তর্ক-বিতর্কও হয়নি। এ বিষয়ে ছবির প্রযোজক মনিরুল ইসলাম বলেন, সায়ন্তিকা অভিযোগ করেন, মাইকেল নাকি তার হাত ধরেছেন। সিনেমা থেকে মাইকেলকে বাদ দিতে হবে। খোঁজ নিয়ে জানলাম, মাইকেলের দোষ নেই। জানা যায়, প্রযোজক মাইকেলকে দিয়েই কাজ শেষ করতে মনস্থির করেছেন এবং এখন পর্যন্ত এই সিদ্ধান্তেই অটল রয়েছেন। এমন সিদ্ধান্ত শুনে তাই শুটিং না করার সিদ্ধান্ত জানিয়ে কলকাতায় ফিরে গেছেন সায়ন্তিকা।