বিনোদন
হাসপাতালে সাবিলা নূর
স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারএ সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দর্শকদের দারুণ দারুণ কাজ উপহার দিয়েছেন তিনি। ক’দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তার ডেঙ্গু হয়েছে। হঠাৎ শারীরিক অবস্থার খানিক অবনতি হলে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এখন সাবিলা নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। সাবিলা নূরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা মুশরাত। তিনি বলেন, সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসাতেই চিকিৎসা নিচ্ছিল। কিন্তু তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতলে ভর্তি করাই। তিনি আরও বলেন, এখন সাবিলার অবস্থা কিছুটা ভালো। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে। আপনাদের সকলের দোয়া চাই। সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, নেসক্যাফে, প্রাণ ফিট ইত্যাদি। গত কয়েক বছর ধরে নাটকে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন সাবিলা।