বিনোদন
হাসপাতালে সাবিলা নূর
স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দর্শকদের দারুণ দারুণ কাজ উপহার দিয়েছেন তিনি। ক’দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তার ডেঙ্গু হয়েছে। হঠাৎ শারীরিক অবস্থার খানিক অবনতি হলে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এখন সাবিলা নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। সাবিলা নূরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা মুশরাত। তিনি বলেন, সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসাতেই চিকিৎসা নিচ্ছিল।
বিজ্ঞাপন