দেশ বিদেশ
ঢাকায় বিএনপি ও সমমনা দলগুলোর সমাবেশ আজ
স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবারএকদফা দাবিতে এবং বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রাজধানীতে পৃথক পৃথকভাবে সমাবেশ, গণসমাবেশ, প্রতিবাদ সভা এবং আলোচনা সভা করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একদফা ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবিতে রাজধানীতে সমাবেশ, গণসমাবেশ, প্রতিবাদ সভা এবং আলোচনা সভা করবে সমমনা রাজনৈতিক দলগুলো। এরমধ্যে বিকাল ৪টায় পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ, বিজয় নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট, বিকাল ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি, বিকাল ৪টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম ও পিপলস পার্টি, বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর), বিকাল ৪টায় পল্টন মোড়ে গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া), বিকাল ৪টায় মালিবাগ মোড়ে এনডিএম এবং সকাল ১০টায় পল্টন মোড়ে গণতান্ত্রিক বাম ঐক্য সমাবেশ করবে। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম এবং সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে লেবার পার্টি।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]