ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

চিরনিদ্রায় সোহানুর রহমান সোহান

স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবারmzamin

স্ত্রীর কবরের পাশেই দাফন করা হয়েছে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানকে। গতকাল সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে লাশ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় পৌঁছালে শেষবারের মতো তাকে দেখার জন্য ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। তার জানাজায় পরিবার, শুভাকাঙ্ক্ষী, স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে উত্তরার বাসায় তার প্রথম জানাজা হয়েছে। বগুড়ায় জন্ম নেয়া সোহানের শ্বশুরবাড়ি টাঙ্গাইলে। স্ত্রীর কবরের পাশেই তাকে সমাহিত করার ইচ্ছাপোষণ করে গেছেন তিনি। পরিবারের সিদ্ধান্তে সোহানের মরদেহ আনা হয়নি চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসিতে। এর আগে ১২ই সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। এর পরদিন ১৩ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই নির্মাতা।

বিজ্ঞাপন
মৃত্যুকালে তিনি তিন মেয়ে রেখে গেছেন। তাদের মধ্যে দুই মেয়ে দেশেই থাকেন। একজন মালয়েশিয়ায় পড়াশোনা করেন। একদিনের ব্যবধানে দু’জনের মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন স্বজন, এলাকাবাসী ও সিনেমাপাড়ার মানুষ। চলচ্চিত্রের সফল নির্মাতা ছিলেন সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, শাকিল খান, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার নির্মাতাও ছিলেন তিনি। এমনকি শাকিব খান নামটিও সোহানের দেয়া। সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘কোটি টাকার প্রেম’, ‘আমার জান আমার প্রাণ’, ‘অনন্ত ভালোবাসা’ প্রমুখ। সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বিনোদন থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status