বিনোদন
‘চরিত্রাভিনেতাদের সম্মান ও সম্মানী নেই’
সুজন নাজির
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
একটি শক্তিশালী গল্প পূর্ণতা পায় প্রয়োজনীয় সব চরিত্রের নান্দনিক উপস্থাপনের মাধ্যমে। প্রধান চরিত্রের পাশাপাশি মা-বাবা, ভাই-বোন, চাচা-চাচি, আত্মীয়-স্বজন, বন্ধু এসব চরিত্র নিয়েই গল্পের ধারাবাহিকতা তৈরি হয়। একটা সময় সিনেমা বা টেলিভশন নাটকে নায়ক-নায়িকার পাশাপাশি অনেক চরিত্রাভিনেতা দরকার হতো। কিন্তু বর্তমানে প্রধান চরিত্রের বাইরে খুব অল্পসংখ্যক নাটকেই চরিত্রাভিনেতার দেখা মেলে। নাটক বা সিনেমা হয়ে পড়ছে নায়ক-নায়িকা নির্ভর। এমনকি গল্পও লেখা হচ্ছে প্রধান চরিত্রের অভিনেতা বা অভিনেত্রীকে মাথায় রেখে। সেখানে গল্পে একঘেয়েমিতা তৈরি হলেও তোয়াক্কা করা হচ্ছে না। বর্তমানে, এক-দুইজন অভিনেতানির্ভর নাটক নির্মাণের ট্রেন্ড তৈরি হয়েছে। ওইসব গল্পে অন্য চরিত্রের প্রয়োজনীয়তা থাকলেও কৌশলে বাদ দেয়া হচ্ছে। বিশেষ করে টেলিভিশন নাটকে এমনটা বেশি দেখা যাচ্ছে।